পাহাড়পুর বাজারে আগুন,ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৪১ অপরাহ্ণ

 

 

 

 

 

 

নিজস্ব প্রতিবেদক::  হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে আগুনে পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্ব)   বেলা ৩ ঘটিকায় পাহাড়পুর বাজারের একটি  জালের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানান। জানা গেছে বাজারের জাল ব্যবসায়ী বিষ্ণু দাসের দোকান ঘরে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তেই তা পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারের প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে ভস্মীভূত হয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরে স্থানীয়রা পাশের নদীতে ১০-১৫টি সেলু মেশিন বসিয়ে প্রাণপন চেষ্টার ৩ ঘন্টা পর ফায়ারসার্ভিসের যৌথ সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হয়।

নরেশ অধিকারী নামে একজন  রড সিমেন্ট ব্যবসায়ী জানান,জাল ব্যবসায়ী বিষ্ণু দাসের দোকান ঘরে আগুন লেগে বাজারের মধ্য গলির ৬০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও বলেন,আগুনের প্রকটতা দেখে বাজার ব্যবসায়ীসহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।ত এতে করে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারী ভূমি কমিশনার উত্তম কুমার দাস এবং ওসি তদন্ত আবু হানিফ ঘটনাস্থল  পরিদর্শন করেন ৷

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ( ভূমি) জানান,অগ্নিকান্ডে ভস্মীভূত প্রায় ৪০টি ব্যবসা প্রতিষ্টানসহ প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে ৷

জাগোভাটি/প্র সা/আ আ/০৫