কোম্পানিগঞ্জ গ্রীণ গ্রোথ ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন

প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ

মিফতা হাসান :দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। তীব্র গরম হতে দেশবাসীকে রক্ষা এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন সবুজ চৌধুরীর অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে কোম্পানীগঞ্জ গ্রীণ গ্রোথ ফাউন্ডেশন। তারা কোম্পানিগঞ্জের প্রতিটি ইউনিয়নে বৃক্ষ রোপনের মাধ্যমে একটি পরিবেশবান্ধব সমাজ গঠন করতে চায়।এরই ধারাবাহিকতায় আজ ১৮ই মে রোজ শনিবার কোম্পানিগঞ্জের ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের লমপুর মসজিদে বৃক্ষ রোপন করেন। সংগঠনের সদস্য জুয়েল আহমদের মাধ্যমে জানা যায় যে তারা মসজিদ আঙিনায় প্রায় তেরোটি জাতের বিভিন্ন ধরনের ফলন গাছ রোপন করেন।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য হারুন রশীদ, জুয়েল আহমদ, কাওছার আহমদ, আরিফুর হক, আলী হোসেন, তোফায়েল, লাহিন,কামরুল প্রমুখ।এছাড়াও উপস্হিত ছিলেন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।