আজই আসছে ভারতীয় পেঁয়াজ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ৩:৩০ অপরাহ্ণ

জাগোভাটি ডেস্ক::নানা আলোচনা – সমালোচনা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত হতে টেন্ডারকৃত পেঁয়াজ দেশে প্রবেশ করছে। এতে হিলি স্থলবন্দরের খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে দাম। প্রতি কেজি ১০ থেকে ১৫ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ভারতের অভ্যন্তরে অবস্থান করা টেন্ডারকৃত পেঁয়াজের ট্রাকগুলো আজ হিলি স্থলবন্দরে প্রবেশ করবে। সেই সাথে আমরা হিলির আমদানিকারকরা ভারতের ব্যবসায়িদের জানিয়েছি, এলসি করা প্রায় ১০ হাজার টন পেঁয়াজ দেয়ার জন্য।ভারতের ব্যবসায়ীরা আশ্বস্থ করেছেন সেগুলো তারা দিবেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে হিলির খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। টেন্ডার করা পেঁয়াজগুলো আজ বন্দরে প্রবেশ করলে আরও কমে যাবে পেঁয়াজের দাম ।

 

জাগোভাটি/আআ/০৫