দিরাইয়ে গাছের চারা উপহার পেল ভাটিবাংলা স্বেচ্ছাসেবীরা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ৪:৫৮ অপরাহ্ণ


 নিজস্ব প্রতিবেদক:: দিরাইয়ে গাছের চারা উপহার পেলেন ভাটিবাংলা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। করোনা মহামারীতে মাসব্যাপী স্বেচ্ছায় দরিদ্র কৃষকদের ধানকাটার ফলশ্রæতিতে উপজেলা কৃষিকর্মকর্তা তাদের এমন উপহার প্রদান করেন।

সোমবার বেলা ১১টার দিকে পৌরসভাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গন থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যদের মধ্যে গাছের চারা তুলে দেয়া হয়। এ সময় অন্যান্যদো মধ্যে উপস্তিত ছিলেন,সংঘঠনের উপদেষ্টা জিয়াউর রহমান লিটন, বিদ্যুত বিহারী, সংঘঠনের সভাপতি প্রশান্ত সাগর দাস,সহ সভাপতি সুরঞ্জন পাল, সাধারণ সম্পাদক ঝুটন সুত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায় শিপলু, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ সরকার, সৈকত রায়, জীবন রায় প্রমুখ।

উপজেলা কৃষিকর্মর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিগত ধানকাটার মৌসুমে করোনার কারনে শ্রমিক সংকটে যখন কৃষকরা দিশেহারা তখন ভাটিবাংলা স্বেচ্ছাসেবী সংঘটনের সদস্যরা নি:স্বার্থে সাধারণ কৃষকদের পাশে দাড়িয়েছেন,অনেক দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বৃক্ষরোপন কর্মসুচি বাস্তবায়নে তাদেরকে এই গাছের চারা উপহার দেয়া হয়েছে।

 

 

জাগোভাটি/জ ল/ ২১-০৯-২০/