শুভ সকাল ২৪ সেপ্টেম্বর ২০২০

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ৬:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::অশেষ ধন্যবাদ মহান সৃষ্টিকর্তার প্রতি। আমাদেরকে আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য। আর এর সাথে আমরা করোনামুক্ত একটি দিন প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে ( আমিন ) । সুস্থ করে দাও পৃথিবীকে।

আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ। ৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ।

 বাণী চিরন্তন : লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশী ঘৃণা করে – জন রে

চলুন জেনে নেই আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

১৭৮৯: যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা।

১৯৪৮: হোন্ডা মোটরস্‌ কোম্পানির প্রতিষ্ঠা।

১৯৬৮: সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার।

২০০৭: ভারতীয় ক্রিকেট দল টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়। জন্ম ১৮৬১ – ভিকাজী রুস্তম কামা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।(মৃ.১৩/০৮/১৯৩৬)

১৮৯৮ : হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।

১৯০৭ – সুধীররঞ্জন খাস্তগীর,বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর ।(মৃ.০৬/০৬/১৯৭৪) ১৯৫০: ক্রিকেটার মহিন্দর অমরনাথের জন্ম।

১৯৫৯ মিশুক মুনীর ,বাংলাদেশ,টেলিভিশন সাংবাদিকতার রূপকার ,বিশিষ্ট চিত্রগ্রাহক।

১৯৪০ আরতি সাহা, ভারতীয় সাঁতারু।(মৃ. ২৩/০৮/১৯৯৪). মৃত্যু:

১৯২৫ : গোকুলচন্দ্র নাগ,প্রখ্যাত ‘কল্লোল’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক ।(জ.২৮/০৬/১৮৯৪) ১৯৩২ : প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্নাহুতিদানকারী বাঙালি নারী।(জ.০৫/০৫/১৯১১) ২০০৪ : রাজা রামান্না,ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী।(জ.২৮/০১/১৯২৫)

২০১০ : ক্ষেত্র গুপ্ত, বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক ।(জ.১৭/০১/১৯৩০) ছুটি ও অন্যান্য মাহিডোল দিন (থাইল্যান্ড) সশস্ত্র বাহিনী দিবস (পেরু) প্রজাতন্ত্রী দিবস (ত্রিনিদাদ ও টোবাগো) মীনা দিবস ( ভারতীয় উপমহাদেশ/

 

 

 

জাগোভাটি/জি/লি/২৪-০৯-২০/