উপনির্বাচন নিয়ে যা বললেন :: রিজভী

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১:৫৯ অপরাহ্ণ

জাগোভাটি ডেস্ক:;বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আসন্ন উপ-নির্বাচন সম্পর্কে বলেছেন, ‘আসন্ন উপ-নির্বাচনগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ডের আলামত দেখা যাচ্ছে। তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে যতই বাধা দেওয়া হোক সংশ্লিষ্ট এলাকার জনগণ তা প্রতিরোধ করবে।’

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী।
রিজভী দাবি করেন, ‘জাতীয় সংসদের নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে বৃহস্পতিবার ধানের শীষের প্রার্থীর প্রস্তুতি সভায় আত্রাই থানা বিএনপি’র আহ্বায়ক মোশাররফ এবং যুগ্ম আহ্বায়ক জাপানসহ অনেক নেতাকর্মীকে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসময়  তিনি এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন।
রিজভী আহমেদ অভিযোগ করেন, পাবনা-৪ উপ-নির্বাচনেও ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিতে শুরু করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নেতাকর্মীরা।

জাগোভাটি/আআ/২৫-০৯-২০/