শুভ সকাল ২৬ সেপ্টেম্বর ২০২০

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ৬:২৫ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক::সকল মানুষের জীবন সুস্থ ও সুন্দর হোক। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন।

 

“ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”

– ক্লাইভ জেমস

 

আজ ২৬ সেপ্টেম্বর ২০২০।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৫৮০ সালের এই দিনে স্যার ফ্রান্সিস ড্রেক তাঁর সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণ সমাপ্ত করে মাতৃভূমি ইংল্যান্ডে ফিরে আসেন।

১৭৭৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রোল মডেল পরিবেশবিদ জনি আপেলসীড জন্মগ্রহন করেন।

১৭৭৭ সালের এই দিনে ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে নিয়েছিল।

১৮২০ সালের এই দিনে উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহন করেন।

১৮৪১ সালের এই দিনে ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।

১৮৭৬ সালের এই দিনে ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি গোলাম ভিক নৈরাগ জন্মগ্রহন করেন।

১৮৮৭ সালের এই দিনে এমিল বার্লিনার নামে একজন জার্মান অভিবাসী আমেরিকায় প্রথম কথা বলা যন্ত্র [গ্রামোফোন] পেটেন্ট করেন।

১৮৮৮ সালের এই দিনে বৃটেনের সমকালীন বিখ্যাত কবি ও সাহিত্যিক টি.এস এলিয়ট জন্মগ্রহণ করেন ।

১৮৮৯ সালের এই দিনে জার্মান দার্শনিক মার্টিন হাইডেগারের জন্ম।

১৯০৭ সালের এই দিনে নিউজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯২৩ সালের এই দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক দেব আনন্দ জন্মগ্রহন করেন।

১৯৩২ সালের এই দিনে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।

১৯৩২ সালের এই দিনে ভারতীয় রাজনীতিবিদ ও ১৪শ প্রধানমন্ত্রী মনমোহন সিং জন্মগ্রহন করেন।।

১৯৩৬ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেত্রী ও জাতীয় কংগ্রেসের মহিলা শাখার প্রধান উইনি ম্যান্ডেলা জন্মগ্রহন করেন।

১৯৪৩ সালের এই দিনে অস্ট্রেলিয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল জন্মগ্রহন করেন।

১৯৫০ সালের এই দিনে জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউ পুনর্দখল করে।

১৯৫০ সালের এই দিনে ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়।

১৯৫৯ সালের এই দিনে জাপানের হনসুতে দু দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৫৯ সালের এই দিনে আততায়ীর হাতে আহত হয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক মৃত্যুবরণ করেন।

 

 

জাগোভাটি/ জি লি /২৬-০৯-২০২০/