কল রেকর্ড নিয়ে হাইকোর্টের নির্দেশনা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ৩:২৪ অপরাহ্ণ

জাগাভাটি ডেস্ক::গ্রাহকের অজান্তে কল রেকর্ড সংগ্রহ বন্ধে  নতুন  নির্দেশনা দিয়েছে  হাইকোর্ট।
ফরমাল রিকুইজিশন ও গ্রাহককে অবহিতকরণ ছাড়া সরকারি-বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি থেকে কললিস্ট বা কল রেকর্ড সংগ্রহ অবশ্যই বন্ধ করতে হবে বলে অভিমত দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জাগোভাটি /আআ/২৯-০৯-২০/