২১ বছর পর ভাড়ামুক্ত- দিরাই পৌরসভা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ২:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::দীর্ঘ ২১ বছর পর স্বপ্নের ঠিকানায় গেল দিরাই পৌরসভা ।বুধবার (৩০ সেপ্টম্বর) নিজস্ব ভবন উদ্বোধনের মধ্যদিয়ে স্বপন্ পূরণ হলো দিরাইবাসীর । এর আগে দীর্ঘ ২১ বছর একটি বাড়া বাড়িতে থেকে পৌরসভার কার্যক্রম চালিত হচ্ছিল।দুপুরে ১ টায় সুনামগঞ্জ -২দিরাই- শাল্লার এমপি ড.জয়া সেন গুপ্তা ফিতা কেটে তিনতলা ভবনটির উদ্বোধন করেন ।

দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়ার সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার সফি উল্লাহ, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিরাজ উদ দৌলা,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এড. সুহেল আহমেদ,উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী,বিআরডিবি চেয়ারম্যান মতিউর রহমান,প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর মফিজুল ইসলাম জুয়েল,প্রমুখ্

উদ্বোধনী অনুষ্টানটি সঞ্চালনা করেন ,দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা সায়েল আহমেদ চৌধুরী।এর আগে অনুষ্ঠানে দোয়া পাঠ করেন,মাওলানা নুর উদ্দিন, এবং গীতা পাঠ করেন, সমির রায় শিক্ষক।

জাগোভাটি/আআ/৩০-০৯-৩০/