হাওর বিষয়ক মন্ত্রণালয় চায় হাওরবাসী

প্রকাশিত: ১ অক্টোবর ২০২০, ১:৩২ অপরাহ্ণ

 


সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ বৃহত্তর হাওর বেষ্টত জেলাগুলোর উন্নয়নে আলাদাভাবে ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী ভবনের সামনে ‘হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফেরাম’ এর আয়োজনে মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়।এতে আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক, ‘হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফেরাম’ এর সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আলম নুর হিরা, অ্যাডভোকেট রুহুল তুহিন, অ্যাডভোকেট মনির আহমদ প্রমুখ।

বক্তারা আরো বলেন, সুনামগঞ্জ, নেত্রকোনা কিশোরগঞ্জসহ হাওরের জেলার সামগ্রিক উন্নয়নে আলাদাভাবে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠন করা জরুরি। প্রতি বছর হাওরের ফসলডুবি রোধ, হাওরের জীবনমান উন্নয়নসহ হাওরের মানুষের অবকাঠামোগত উন্নয়নে আলাদাভাবে সুদৃষ্টি দিতে হলে হাওরের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে।

হাওরের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা পরিকল্পনা রয়েছে, হাওরের উন্নয়নে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে কিন্তু এসব উদ্যোগ আলাদাভাবে মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা না গেলে সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব না। পার্বত্য অঞ্চল নিয়ে যেভাবে আলাদা মন্ত্রণালয় আছে সেভাবেই হাওরের হাওরের উন্নয়নে হাওর বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠন দ্রুত প্রয়োজন।

জাগোভাটি /আআ/০১-০৯০২০/