দিরাইয়ে ২১৭টি কেন্দ্র ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০, ৩:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::সারাদেশের ন্যায় দিরাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ৪ অক্টোবর থেকে দুই সপ্তাহব্যাপী ধাপে ধাপে এই ক্যাম্পেইন ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান জানান, আজ থেকে উপজেলায় ২১৭টি কেন্দ্রে এর কার্যক্রম শুরু হয়েছে। ১-৫ বছরের ৩৮হাজার ৫৫০ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে, ৬ থেকে১১ মাস বয়সী ৪ হাজার ৫০ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

 

জাগোভাটি/জি লি/০৪-১০-২০/