ছাতকে পরিত্যক্ত বাড়ীতে মিললো ২৬টি বিষধর সাপ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০, ৭:০৫ অপরাহ্ণ


ছাতক প্রতিনিধি:: ছাতক শহরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২৬টি বিষধর সাপ ধরেছে সাপুড়ে। সোমবার ভোরে শহরের মন্ডলীভোগ শাহজাজালাল আবাসিক এলাকার মৃত আরজ মিয়া চৌধুরীর নতুন বাড়ি থেকে এ সাপগুলো ধরা পড়ে।

ধৃত সাপ গুলোর মধ্যে রয়েছে ২টি বিশাল আকৃতির কিং কোবরা। এ ছাড়া ৭টি ভিমরাজ, ৬টি আলদ, ৫টি দুধরাজ, ৪টি দাঁড়াইশ ও ২টি গেছো আলদ জাতীয় সাপ ধরেন তান্ত্রীক ওঝা বুরহান উদ্দিন জালালী। বন্যার পানিতে সব সাপ এখানে এসে আশ্রয় নিয়েছে বলে ওঝা জানিয়েছেন।

সাপ ধরার কাজে সহযোগিতা করেন সাপুড়ে শামীম আহমদ, নূর আলম, আছকির মিয়া, শরীফ মিয়া ও ক্ষুদে সাপুড়ে খালেদ হাসান জালালী।

জাগোভাটি /আআ/০৫-১০-২০/