দেশব্যাপি র্ধষণ ও নারী র্নিযাতন প্রতিবাদে “ছাতকে” মানববন্ধন

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ৯:২১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক::সিলেট, নোয়াখালীসহ দেশব্যাপি ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাতকে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেয়া সংগঠন গুলোর মধ্যে রয়েছে, ছাতকের ঐতিহ্য, ছাতক সভ্যতা, বিডি ক্লিন, সাহিত্য ফেয়ার, স্বেচ্ছায় রক্তদান সুনামগঞ্জ জেলা জোন, বৃন্দাবন গ্রুপ, তারুন্যের একাত্তোর, স্বেচ্ছাসেবক ও আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সংগটন।

এসময় বক্তব্য রাখেন সোহাগ আহমদ, ইয়ামান চৌধুরী, তুলি তরফদার, হুমায়রা রাত্রী, পরমিতা চৈত্রী, কার্জন ইসলাম, এমএইচ শান্ত, মোবারক খান, নয়ন দাস, শাহরিয়ার অভি, শাকিল আহমদ, হুসাম উদ্দিন, শাওন আহমদ, সাদিক আহমদ, জুবায়েদ আহমদ, শরীফ হোসেন, রবিউল ইসলাম রুবেল, মাহমুদ হাসান আলেক, আরাফাত রহমান লিমন, শিমুল দাস, নাফিস মুবাররাত আহমেদ আরাফ, গৌতম দাস দীপ্ত, মারজান আহমদ, আতিকুল হক শাকিব, নাহিয়ান চৌধুরী প্রমুখ ।

উপস্থিত ছিলেন, মৃদুল দাস, রাফি মিয়া টুটুল, মাহফুজুর রহমান তুহিন, আদনান কাওসার রাজ্জাক, আলী আজগর, সুজন আহমদ, রাহেল আহমদ, সুজন আহমদ জিসান, নয়ন দাস অপু, জহিরুল ইসলাম জাফর, জিয়াদুল হক পাপ্পু, অভি আম্বিয়া, মাহমুদ মান্না, আলী আজগর সোহাগ, মান্নান আহমেদ শুভ, মাহিদ আহমদ, শ্রাবন দে, সৈকত দাস, আবু হুরায়রা রাহি, ইমন আহমদ, মুমিনা বেগম, সায়মন আহমদ, বর্ণালী দে, লিপন পাল, পাবেল অভি প্রমুখ। সভায় বক্তারা ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন।

 

 

জাগ্ভোটি/ প্র সা দা/০৮-১০-২০/