সুনামগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ৬:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:;“জনস্বাস্থ্য বিষয়ক সকল নীতিতে তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ( ১০ অক্টোবর) ২৫০ শষ্যা বিশিষ্ট সদর হাসপাতাল কনফারেন্স রুমে সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে ও স্বেচ্ছাসেবি সংস্থা আরডিএসএ, সুনামগঞ্জ ও বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ শাম্স উদ্দিন, সিভিল সার্জন, সুনামগঞ্জ। সভা পরিচালনা করেন, মোহাম্মদ ওমর ফারুক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জনের কার্যালয়, সুনামগঞ্জ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ সৌমিত্র চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সুনামগঞ্জ সদর, ডাঃ মোঃ রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার, সদর হাসপাতাল, ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন), সদর হাসপাতাল, ডাঃ বিন্দু প্রসাদ দে, জুনিয়র কনসালটেন্ট, সদর, হাসপাতাল, মোঃ মিজানুল হক সরকার, নির্বাহী পরিচালক, আরডিএসএ, সুনামগঞ্জ সহ সদর হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স এবং হাসপাতালে কর্মরত কর্মচারীবৃন্দ।

দেশে কোভিড-১৯ এর কারণে সারা দেশে গত ১ অক্টোবর ২০২০ তারিখ হতে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ৮ বিভাগে বাংলাদেশ তামাক বিরোধী জোটের মাধ্যমে ও সরকারি কর্মকর্তা সহ জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিভাগীয় জুম সভা অনুষ্ঠিত হয়। ৯ অক্টোবর শুক্রবার জাতীয় ভাবে জুম সভা করে কেন্দ্রীয় ভাবে উদ্যাপন করা হয়। আজ জেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাগোভাটি /আআ/১০-১০-২০/