‘জাগোভাটি’তে সংবাদ প্রকাশ -মাঠে নামলো প্রশাসন

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ৫:২০ অপরাহ্ণ
 নিজস্ব প্রতিবেদক::ভাটি এলাকা থেকে প্রকাশিত পাঠক প্রিয় নিউজ পোর্টাল জাগোভাটি.কম এ সংবাদ প্রকাশের পর মাঠে নামলো প্রশাসন। গতকাল (১৪ অক্টোবর) সরেজমিনে দিরাই পৌরসদরের সবজি বাজার ঘুরে “লাগামহীন দিরাইয়ের সবজি বাজার -প্রশাসনের হস্তক্ষেপ চায় সাধারণ মানুষ ” এই শিরোনামে একটি প্রতিবেদন করে জাগোভাটি.কম। 
প্রতিবেদনটিতে আলুসহ নৃত্যপ্রয়োজনীয় মূল্যের মাত্রাতিরিক্ত দাম নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ও বক্তব্য তুলে ধরা হয়। নিউজটি এলাকায় ব্যাপক সারা ফেলে,দৃষ্টি কাড়ে প্রশাসনেরও। যার পরিপ্রেক্ষীতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণ রাখতে মাঠে নামে প্রশাসন।
আজ(১৫ অক্টোবর) বিকেল ৩ টায় দিরাই পৌরসদরের সবজি বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় অতিরিক্ত দামে আলু বিক্রির কারণে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সরকারি নির্দেশনা মানার জন্য ব্যাবসায়ীদের কে কঠোর মানে বলে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা চলা এই অভিযানের নেতৃত্ব দেন, দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.শফি উল্লাহ। এসময় প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জাগোভাটি /আআ/১৫-১০-২০/