প্রথমবারের মতো ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড দিল আদালত

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ৭:২৫ অপরাহ্ণ
জাগোভাটি ডেস্ক :: দেশে প্রথমবারের মতো ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড দিল আদালত।  ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গত মঙ্গলবার অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগের দিন সোমবার এ সংক্রান্ত আইন ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।

দেশব্যাপী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেয় সরকার।

অধ্যাদেশ জারির পর ধর্ষণ মামলায় প্রথম মৃত্যুদণ্ডের আদেশ আসল টাঙ্গাইল থেকে। জেলার ভুঞাপুরে এক মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ মামলায় বৃহস্পতিবার ৫ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

জাগোভাটি /আআ/১৫-১০-২০/