দুর্গা পুজাকে ঘিরে দিরাইয়ে প্রতিমা কারিগরদের ব্যাপক কর্মযজ্ঞ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ৬:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::দিরাইয়ে  শারদীয় উৎসব দুর্গা পুজো কে ঘিরে চলছে প্রতিমা তৈরির কাজ চলছে । সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসবে সারাদেশে প্রতি বছরের ন্যায় উপজেলায় এবারও ব্যাপক উদ্বিপনায় বিভিন্ন পুজা মণ্ডপে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগররা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে জগতের আসুরিক শক্তি নাশিতে হিমালয় কন্যা শ্রী শ্রী দুর্গা দেবীর আগমন ঘটে মর্ত্তলোকে।জানা গেছে ,উপজেলার ৬৬টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। এব্যাপারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জাগোভাটিকে জানান,দুর্গা পুজাকে নিরাপত্তা জোরদারসহ যেকোনো অপতৎপরতা রোধে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এলাকা ঘুরে দেখা যায়,বিভিন্ন পুজা মণ্ডপে প্রতিমা তৈরীতে ব্যস্ত রয়েছে মূর্তি আচার্যগন।

জানতে চাইলে মূর্তি আচার্যগন বলেন ,এখনো প্রতিমা তৈরীর কাজ পুরোপুরি শেষ হয়নি। দু-এক দিনের মধ্যেই রংয়ের কাজ শুরু হবে। এ ব্যাপারে মূর্তি কারিগর নিরঞ্জন আচার্য্য জানান,প্রতি বছরের মত এবারও আমি এগারটি পুজা মণ্ডপের মূর্তি তৈরীর কাজ রেখেছি। সবকটি মণ্ডপে মূর্তির মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে,দু-এক দিনের মধ্যেই শুরু করব।

উপজেলার সার্বিক অবস্থা কি জানতে যোগাযোগ করা হলে, এবার দিরাইয়ে ৬৪টি মণ্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে জানিয়ে দিরাই দূর্গা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনীর রায় বলেন, স্বাস্থ্য বিধি মেনেই, প্রশাসনের সাথে সমন্বয় রেখে পুজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসছে আগামী ২৩ অক্টোবর থেকে (শুক্রবার) শারদীয় দূর্গা পুজা অনুষ্টিত। ২৬ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় উৎসবের সমাপ্তি হবে।

জাগোভাটি /আআ/১৬-১০-২০/