শ্রেষ্ঠ ওসির পুরস্কারে ভূষিত, দিরাইয়ের সেই মানবিক ওসি কে এম নজরুল

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ১২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:: আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুলকে জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারে ভূষিত করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর)  সকালে জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে পুলিশ মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ  ফরিদ উদ্দিন তার হাতে ক্রেস্ট তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলার সকল সার্কেল এসপি এবং সকল থানার ওসি উপস্থিত ছিলেন।

গত বছরের ৮ মে মৌলভীবাজার শ্রীমঙ্গল থানা থেকে বদলী হয়ে সুনামগঞ্জের দিরাই থানায় যোগদান করেন তিনি। এসময় এলাকার মানুষের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করে দিরাইতে একটি শান্তির পরিবেশ তৈরি করেছিলেন তিনি। এসময় তিনি অনেকের কাছেই মানবিক ওসি হিসেবে পরিচিত ছিলেন। দিরাই থানায় ১৩ মাস ২২ দিন ওসি হিসেবে দায়িত্ব পালন করার পর কোম্পানীগঞ্জ থানার দায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক কারবারীদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হয়।

জাগোভাটি/ আআ /১৯-১০-২০/