ছাতকে ৬ মামলার আসামী ও নদীপথের চাঁদাবাজ ইদন মিয়া গ্রেফতার

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ৮:২২ অপরাহ্ণ

ছাতক প্রতিনিধিঃ ছাতক থানা পুলিশের অভিযানে নদীপথের চাঁদাবাজ, ৬ মামলার পলাতক আসামী ইদন মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে। সে বাগবাড়ী এলাকার আব্দুর রশিদের পুত্র। ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম”র নেতৃত্বে এএসআই মহিউদ্দিনসহ পুলিশের একটি দল মঙ্গলবার রাতে শহরের শিবটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

সোমবার রাতে সে ও তার সহযোগীরা ছাতক রইছ বোর্ডিং এর পিছনে সুরমা নদীতে নোঙ্গর করা তাহিরপুর থানাধীন আতিকুল আলমের বালুবাহী নৌ-যানে ১ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় সে ও তার সহযোগীরা রাত ৩ টার সময় দেশীয় অস্ত্রশস্ত্র সহ নৌ-যানে উঠে হামলা করে ৫টি মোবাইল ফোন সহ নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

সংবাদ পেয়ে ঘটনার মূল হোতা ইদন মিয়াকে মঙ্গলবার রাতে শহরের শিবটিলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ইদন মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজী , চুরি, ছিনতাই ও মাদকদ্রব্য আইনে ৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইদন মিয়াকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

জাগোভাটি/২২-১০-২০