শুভ সকাল ২৫ অক্টোবর: ২০২০

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ৬:৫১ পূর্বাহ্ণ

                               

নিজস্ব প্রতিবেদক:: মহান সৃষ্টিকর্তার কাছে হাজারো কোটি শুকরিয়া আরও একটি সুন্দর সকাল উপহার দেয়ার জন্য। হে খোদা বিশ্বের সকল মানুষকে করোনা মহামারী থেকে রক্ষা করে সুস্থ ও সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন।

‘অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে।’ -হজরত আলী (রাঃ)

আজ ২৫ অক্টোবর ২০২০। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১১৫৪ – হেনরি-২ ইংল্যান্ডের রাজা হন।
১৭৬০ – জর্জ-৩ গ্রেট ব্রিটেনের রাজা হন।
১৮২৫ – ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।
১৯১৭ – জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহন করে।
১৯৩৬ – ইতালি জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষ শক্তি গড়ে ওঠে।
১৯৪৫ – চিয়াংকাইসেক তাইওয়ান দখল করে নেন।
১৯৪৬ – স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
১৯৫১ – স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
১৯৬২ – উগান্ডা জাতিসংঘে যোগদান করে।
১৯৬৪ – স্বাধীনতার প্রাক্কালে ভারতে কংগ্রেস-লীগ অন্তবর্তীকালীন মন্ত্রিসভা গঠন করে।
১৯৭১ – ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
১৯৭৫ – ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উত্তক্ষিপ্ত হয়।
১৯৮৩ – গ্রানাডায় মার্কিন মেরিনস বাহিনীর গ্রেনেড আক্রমণ।
১৯৮৩ – বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়।
১৯৮৬ – ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।
১৯৯৪ – ভারতের বাররী মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।
২০০৯ – বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।

জন্ম:
১৮০৬ – ম্যাক্স ষ্টীমের, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও লেখক।
১৮১১ – এভারিস্ত গালোয়া, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।
১৮৮১ – বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো স্পেনে ।
১৮৮২ – আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন জন্মগ্রহন করেন।
১৮৮২ – আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন জন্মগ্রহন করেন।
১৮৮৯ – আবেল গাঞ্চে, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯০৬ – বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ সুনামগঞ্জে ।
১৯২৪ – বিলি বারট্য, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯৩৭ – উইলফ ম্যাকগিনেস, তিনি একজন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৪৭ – কবি মাহাবুব সাদিক জন্মগ্রহন করেন।
১৯৫৮ – ফিল ডানিএলস, তিনি ইংরেজ অভিনেতা এবং গায়ক।
১৯৬৯ – ওলেগ আনাতোলিভিচ সালেঙ্কো, তিনি রাশিয়ান ফুটবল।
১৯৮৪ – আহমেদ বিন মুসা, তিনি বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী।
১৯৯৩ – আনিকা কবির শখ, তিনি বাংলাদেশ মডেল।
১৯৯৩ – সাবিনা খাতুন, তিনি বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের সহঅধিনায়ক।
১৯৯৪ – জ্যাক পেনি, তিনি ইংরেজ ফুটবলার।

মৃত্যু:
১৪০০ – ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার ।
১৪৫৯- খান জাহান আলী, তিনি ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।
১৮৩৩- আব্বাস মির্জা, তিনি ছিলেন ফার্সি রাজকুমার।
১৯০২- ফ্রাঙ্ক নরিস, তিনি ছিলেন আমেরিকান লেখক।
১৯৩৪- ব্রজকিশোর চক্রবর্তী, তিনি ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৩৪- রামকৃষ্ণ রায়, তিনি ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৭৫ – রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কালিদাস রায় ।
১৯৮৫- গ্যারি হল্টন, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।
২০১১- রশীদ তালুকদার, তিনি ছিলেন বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
২০১৩- মারচিয়া ওয়ালেস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।

 

জাগোভাটি/২৫-১০-২০২০/