ফুটবল নৈপুণ্য দেখাতে রাঙ্গামাটির পথে দিরাইয়ের মেয়েরা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ৬:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::ফুটবল নৈপুণ্য দেখাতে পাহাড় টিলার দেশে যাচ্ছে দিরাইয়ের মেয়েরা।

রাঙ্গামাটি মং ফুটবল একাডেমির সাথে একটি প্রীতিম্যাচ খেলার জন্য দিরাই স্বপ্নচোড়া এফসি ফুটবল দলের ১৬ জন খেলোয়াড় ও কোচ সহ দলটি যাচ্ছে।

আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া খেলায় অংশ নিতে রোববার বিকেলে একটি বাস যোগে রওনা দেয় স্বপ্নচোড়ার দলটি । রাঙ্গামাটির পর পরদিন সোমবার মুখোমুখি হবে চিটাগাং মহিলা ফুটবল দলের সাথে

১৬ জনের এই দলটিতে যারা রয়েছেন, লীজা, একা, ইমা, দ্রুপতি,আশা, তমা,শাবানা,পূর্ণিমা, দেবী,স্বর্ণা,ডেজি,তানজিনা, জুবলী,শামীমা,তাহমিনা।

এ ব্যাপারে কথা বললে স্বপ্নচোড়ার প্রতিষ্ঠাতা ও কোচ রাকিব আহমেদ জানান, এই প্রথম এতো দুর ফুটবল খেলতে যাচ্ছে ভাটির মেয়েরা। স্বপ্নচোড়ার মেয়েরা খুবই আত্মবিশ্বাসী জানিয়ে রাকিব বলেন, আশা করি ভাল ফলাফল নিয়েই ফিরতে পারবো।

জাগোভাটি /আআ/২৫-১০-২০/