প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন্ন

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ৭:৩৪ অপরাহ্ণ

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ বছর উপজেলার ২৪টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা সরকারি নির্দেশ মেনে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমীতে বিকেল ৪টার মধ্যে উপজেলার প্রত্যেকটি মণ্ডপের প্রতিমা সনাতন ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিসর্জন দিয়েছেন।

, অত্যন্ত সুন্দরভাবে সরকারি নির্দেশনামতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উপজেলার প্রত্যেকটি মণ্ডপের শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট সময়ের আগেই মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল ধর্মের মানুষের সম্প্রীতির মাধ্যমে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। তবে করোনা পরিস্থিতি থাকায় এ বছর আমরা স্বল্প পরিসরে উৎসব ছাড়াই পূজা উদযাপন করেছি।

উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক মহল ও সাংবাদিকদের প্রতি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জাগোভাটি/প্র সা /২৬-১০-২০