শাল্লায় গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ৪:১৯ অপরাহ্ণ

 

শাল্লা প্রতিনিধি:: জনসেবার জন্য প্রশাসন”এই স্লোগানকে সামনে রেখে জণগনের কাছে সঠিক সেবা পৌছানোর লক্ষে শাল্লা উপজেলায় গণশুনানির অনুষ্টিত হয়েছে । বুধবার বেলা ১১টায় শাল্লা উপজেলা গণমিলনায়তন হলে অনুষ্টানটি অনুষ্টতি হয় ।।শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মুক্তাদির হোসেনের সভাপতিত্বে উক্ত গণশুনানিতে উপস্থিত ছিলেন,শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লা আল মাহমুদ আল-আমিন চৌধুরী,উপজেলা ভাইস-চেয়ারম্যান ত্র্যাডভোকেট দিপু রঞ্জন দাস,মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রানী দাস,শাল্লা উপজেলা স্বাস্থ্য র্কমর্কতা ডাঃ ফেরদৌস আক্তার,হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল,আটগাও ইউপি চেয়ারম্যান মোঃকাশেম মিয়া,শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া,বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ, ও সুবিধাভুগী সাধারণ জনগণ।
গণশুনানির সুযোগ পেয়ে উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানান বিভিন্নভাবে হয়রানি ও অনিয়মের শিকার ভুক্তভোগীরা । গণশুনানিতকালে শাল্লা উপজেলার স্বাস্থ্য,ভূমিসহ কয়েকটি দপ্তরের অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন সরকারি সেবা থেকে বঞ্চিত সাধারণ জনগণ।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাগোভাটিকে জানান এখন থেকে দুই মাস পর পর গণশুনানির আয়োজন করবে উপজেলা প্রশাসন।
আজ সরকারি সেবা থেকে বঞ্চিত যেসব সাধারণ জনগণ অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন এসব অনিয়মের দ্রুত সমাধান করা হবে ।

 

জাগোভাটি/প্র সা /২৮-১০-২০