জগন্নাথপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ৮:২৮ অপরাহ্ণ

জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পৌরশহরের বাজারে ভেজাল বিরোধী অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। জানা যায়, বুধবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালনা শফিকুল ইসলাম এবং সুনামগঞ্জ র‌্যাব ৯ এর এএসপি আব্দুল্লাহ আল মামুনের যৌথ নেতৃত্বে জগন্নাথপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মূল্য বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় এবং খাদ্যদ্রব্যে ভেজাল থাকায় ফুলকলি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, মাহিমা রেস্টুরেন্ট ১৫ হাজার, মিতালী রেস্টুরেন্ট ৭ হাজার , হাবিব ভেরাইটিজ স্টোর, ১০ হাজার, ফিজা এন্ড কোং ৫ হাজার, হাবিব ভেরাইটিজ স্টোর—(১)কে ৩ হাজার) টাকা নগদ জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সুনামগঞ্জ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জাগোভাটি/প্র সা/২৮-১০-২০