বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ২০২০; বিবিয়ানা মডেল কলেজের শ্রেষ্ঠত্ব অর্জন

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ৭:০০ পূর্বাহ্ণ

 

 

নিজস্ব প্রতিবেদক::সুনামগঞ্জ জেলায় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিবিয়ানা মডেল কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করেছ । ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০’উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্হাপনায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, জাদুঘর এর উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভাটির শিক্ষার আলোক বর্তিকা বিবিয়ানা মডেল কলেজ। জেলা পর্যায়ে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় অত্র কলেজের ছাত্র বিপ্র চৌধুরী প্রথম স্থান লাভ করে জেলা প্রশাসক আবদুল আহাদ এর কাছ থেকে সনদ ও পুরস্কার গ্রহন করে।

বিবিয়ানা মডেল কলেজ হতে বিপ্র চৌধুরীর নেতৃত্বে মৌলি দাশ,কুটি চৌধুরী, স্বর্না দাশ,ইমন,অনুজ চক্রবর্তী প্রতিযোগীতায় অংশগ্রহন করে এবং অংশ গ্রহন কারী সহ প্রথম স্থান অধিকার লাভকারীকে বিজয়ী হিসেবে সনদ পত্র প্রদান করা হয়। উল্লেখ্য যে, ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড -২০২০ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিবিয়ানা মডেল কলেজ প্রথম স্থান অর্জন করে। এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব লাভ করলে বিবিয়ানা মডেল কলেজ পরিবার সহ স্হানীয় এলাকার লোকজন গর্ব অনুভব করছেন এবং বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

 

 

জাগোভাটি/৩০-১০-২০/