নিখোঁজ হওয়া  সুনামগঞ্জের শিশু  অজিতের  সলিল সমাধি 

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ৯:০০ পূর্বাহ্ণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে অজিত সূত্রধরের শিশুপুত্র সূর্য সূত্রধর (৬)।, শুক্রবার   (৩০ অক্টোবর) কোজাগরী লক্ষী পূজার দিন বিকাল থেকে নিখোঁজ হয় সূর্য সূত্রধর।পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে না পেয়ে আত্মীয় স্বজনদের বাসায় যোগাযোগ করলেও তাকে পাওয়া যায় নি। পরে স্থানীয় কিছু যুবক এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হারানোর বিজ্ঞাপ্তিও দেন।

জানা যায়, সন্ধ্যার পরও অনেক খোঁজাখুঁজির চলতে থাকলেও শিশুটির কোন খোঁজ পাচ্ছিলেন না তার পরিবার। অবশেষে রাত ৯ টার দিকে স্থানীয় লোকজন
বাড়ীর সামনের পুকুরে নামেন এবং বাঁশ দিয়ে পানির নিচে শিশুটিকে খোঁজতে থাকলে আচমকাই শিহরিত হয়ে উঠেন সকলে।  এবং পুকুর থেকেই সূর্য সূত্রধরের মৃতদেহ উদ্ধার করেন৷

ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরেই সূর্য সূত্রধর বিকেলের পর (কোন এক সময়ে) পানিতে নামতে উদ্ভুদ্ধ হলে তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

 

জাগোভাটি /জী সু /আআ/ ৩১-১০-২০/