অবশেষে বহুতল ভবন পাচ্ছে সিলেট পুলিশ লাইন্স

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০, ১১:৩২ পূর্বাহ্ণ

জাগোভাটি ডেস্ক :: অনেক দিন পর কাঙ্ক্ষিত একটি বহুতল ভবন পেতে যাচ্ছে সিলেট পুলিশ লাইন্স।সিলেট পুলিশ লাইন্সে এবার বহুতল ভবন নির্মাণ করতে যাচ্ছে সরকার। পুলিশের আবসন ব্যবস্থার দুর্ভোগ কমাতে এই সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সেই সাথে কাজ দ্রুত শুরু করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানও নিয়োগ দেয়া হয়েছে।

আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ বহুতল ভবনের ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭০ টাকা। ভবনটি সিলেট জেলা পুলিশ লাইন্সে নির্মাণ করা হবে।

পুলিশের জন্য আবাসিক ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগে সায় দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য আটটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের চারটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুইটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি করে প্রস্তাবনা ছিল।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনটিতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল জানান, ‘বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের একটি লটের আওতায় সিলেট জেলা পুলিশ লাইন্স এলাকায় ৫৫ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭০ টাকায় একটি আবাসিক ভবন নির্মাণে পদ্মা অ্যাসোসিয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সকে ঠিকাদার নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা যায়, এ প্যাকেজের আওতায় ১৫ তলা আবাসিক ভবন, প্রতি তলায় ৬৫০ বর্গফুটের ১২টি ইউনিট, অভ্যন্তরীণ স্যানিটারি ও বৈদ্যুতিকরণ, ভূ-গর্ভস্থ জলাধার, গভীর নলকূপ, পাম্প মোটর, রাস্তা, কম্পাউন্ড ড্রেন ও পিএবিএক্স সিস্টেম নির্মাণ করা হবে।
প্যাকেজের আওতায় দুইটি বেইজমেন্টসহ ১৪ তলা ভবন, চারটি ইউনিটের প্রতিটি ২২০০ বর্গফুট এবং দুইটি ফ্লোরে দুইটি ডুপ্লেক্সসহ ৪৮টি ফ্ল্যাট, অভ্যন্তরীণ রাস্তা বা পেভমেন্ট, গেটসহ সীমানা প্রাচীর, কম্পাউন্ড ড্রেন এবং গার্ড শেড নির্মাণ করা হবে

জাগোভাটি /আআ/৫-১১-২০/