তাহিরপুরে পরিকল্পিত হামলায় গুরুতর আহত যুবক,থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ৭:৪৮ অপরাহ্ণ

 

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত হামলায় ১ যুবক গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত যুবক তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের দক্ষিণ কুল গ্রামের শ্যামলাল বর্মনের ছেলে রবিন বর্মন (২৫)।

এ ঘটনায় রবিন বর্মনের কাকা সুরেশ বর্মন বাদী হয়ে ৮ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, জমি জামা সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার বালিজুরি ইউনিয়নের দক্ষিণ কুল গ্রামের
সুরেশ বর্মন ও বঙ্ক বর্মনের মধ্যে বিরোধ চলে আসছিল।

পুর্ব বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় আনোয়ার পুর বাজার থেকে সুরেশ বর্মনের ভাতিজা রবিন বর্মনকে বাড়ি যাওয়ার পথে বঙ্ক বর্মন সহ তার ভাই বিরেন্দ্র বর্মন, অমর বর্মন,জিতেন্দ্র বর্মন,শ্যামল বর্মন মিলে রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় রবিন বর্মনের মাথায় গুরুতর আঘাত লাগলে সাথে সাথে মাটিতে পরে যায়। এ সময় হামলাকারীরা ধারালো ছুরি দিয়ে রবিনের পেটে ও পায়ে গুরুতর আঘাত করে। পরে স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহত রবিন বর্মনের অবস্থা গুরুতর দেখে রাত ১২ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে রবিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

জাগোভাটি/প্র সা /৭-১১-২০