একদিন বন্ধ থাকার পরে ফের সচল সিলেটের  রেল যোগাযোগ 

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০, ২:০৪ অপরাহ্ণ

 

জাগোভাটি ডেস্ক::  প্রায় ২৩ ঘণ্টাপ পর আবারো সচল হলো সিলেটের সাথে দেশের অন্য  প্রান্তের রেল য়োগাযোগ ।  মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ২৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ট্রেন চালু করা হয়।

রেলওয়ের সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুরে   মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশনের কাছে চানমারী এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে রেলের ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। পরবর্তীওতে ওই দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

জাগো্ভাটি /আআ/৮-১১-২০/