দিরাইয়ে ছাত্রাবাসের নির্ধারিত স্থানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০, ৪:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:; দিরাইয়ে সরকারি কলেজের ছাত্রাবাসের জন্য   নির্ধারিত স্থানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় পৌরসভার থানা পয়েন্টে দিরাই সরকারি কলেজ ছাত্রছাত্রীদের আয়োজনে মানববন্ধন পালন করা হয়।

দিরাই কলেজের ছাত্র মেহেদী হাসান চৌধুরী রাজীবের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দিরাই কলেজের সাবেক ভিপি বিশ্বজিৎ রায় বিশ্ব, সাবেক ভিপি নিরঞ্জন দাস খোকন,দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ রহমান, দিরাই উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাহেল চৌধুরী,ছাত্রলীগ নেতা সুহেল মিয়া,মান্না তালুকদার লিমন প্রমুখ।

এসময় বক্তারা বলেন,দিরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের দাবিটা  আমরা যথেষ্ট সম্মান ও সমর্থণ করি । তবে দিরাইয়ে অনেক সরকারি জায়গা থাকা সত্বেও দিরাই সরকারি কলেজ ছাত্রাবাসের  জন্য নির্ধারিত জায়গাতে কেন তৈরি করা হবে ? ।আমরা চাই দিরাই মুক্তিযুদ্ধা  কমপ্লেসটি অন্য জায়গায় তৈরি করা হউক । এসময় বক্তারা এ ব্যাপারে সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ।

জাগোভাটি/আআ/প্র সা/৮-১১-২০/