দিরাইয়ে মাদ্রাসা নির্মানে অনিয়ম কমিটি বাতিল চেয়ে অভিযোগ

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০, ৬:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের পুর্ব পাড়ে অবস্থিত শান্তিগঞ্জ ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসা পুনঃনির্মাণে অনিয়ম ও মাদ্রাসা পরিচালনায় গঠিত কমিটিকে মনগড়া উল্লেখ করে কমিটি বাতিল চেয়ে ইউএনও বরাবর আবেদন করেছেন এলাকাবাসী। রবিবার (৮ নভেম্বর) দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ বরাবর মাদ্রাসা সংশ্লিষ্ট মধুপুর, কাইমা, খেজাউড়া, দলুয়া গ্রামের দেড় শতাধিক মানুষ স্বাক্ষরিত ওই আবেদন দাখিল করা হয়। দাখিলকৃত আবেদন সূত্রে জানা যায়, আশির দশকে স্থাপিত শান্তিগঞ্জ ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসাটি বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে নব্বই এর দশকে বিলুপ্ত হয়ে যায়। দীর্ঘদিন ধরে মাদ্রাসার কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি মাদ্রাসা ভবনেরও কোন অস্তিত্ব নেই। বিলুপ্ত মাদ্রাসা পুনঃনির্মাণের লক্ষ্যে এলাকার লোকজনের মতামতের ভিত্তিতে উন্নয়ন ফোরাম গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। গ্রামের নেজাবুল হক জানান, একটি স্বার্থান্বেষী মহল স্বজনপ্রীতির মাধ্যমে উন্নয়ন ফোরাম গঠন করে দেশবিদেশের দাতাগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। মাদ্রাসা পুনঃনির্মাণের জন্য কোন কমিটি গঠন না করে ওই স্বার্থান্বেষী কয়েকজন কার্যক্রম পরিচালনা করায় এলাকার শান্তিপ্রিয় মানুষের মধ্যে মতবিরোধ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এলাকার লোকজনের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করে পুনঃনির্মাণ প্রক্রিয়া পরিাচালনার জন্য ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

 

জাগোভাটি/০৮-১১-২০/