দিরাই উপজেলা যুবলীগের গ্রুপিং চরমে -পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষীকি পালন

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ৭:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: ইতিপূর্বে গোপনে গ্রুপিং থাকলেও এবার দিরাই উপজেলা যুবলীগের বিভক্তিগুলো প্রকাশ্যেই চলে এল। যার বহিঃপ্রকাশ ঘটে নিজ দলের প্রতিষ্ঠা বার্ষীকিতেই৷

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুগলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে দিরাই উপজেলা যুবলীগের দুটি গ্রুপ পৃথক পৃথকভাবে দিনটি পালন করে৷

সকাল ১১ টায় উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতাকর্মীদের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়৷ উপজেলা যুবলীগ নেতা ও প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় এবং পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সারোয়ার আহমেদের নেতৃত্বে দিরাই আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দিরাই বাজার প্রদক্ষীণ করে আবারও আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে কেক কেটে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷

পৌর যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এর সভাপতিত্বে ও সুয়েব আহমেদ এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আওয়ামী নেতা আসদ উল্লা, প্যানেল মেয়র বিশ্বজিত রায়, উপজেলা যুবলীগ নেতা ফারুক সর্দার, সবুজ মিয়া, কামরুল ইসলাম, শফিক মিয়া, লালন মিয়া, কামনাশীষ রায় । পৌর যুবলীগ এর সাধারণ সম্পাদক জুয়েল মিয়া , রাহাত মিয়া, বেলাল মিয়া, কাশেম মিয়া, মনির মিয়া, হেলু মিয়া, সাইদুর মিয়া ।মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর রাহাত মিয়া, শাহজাহান মিয়া, এ,বি এম মনসুর (সুদিপ) সেচ্চাসেবক লীগের সাহাজাহান মিয়া, শ্রমীক লীগ এর কফিল উদ্দিন, শ্রমীক লীগ নেতা মুজিব ।উপজেলা ছাত্রলীগ এর সভাপতি পারভেজ রহমান, কুহিনূর মিয়া, সুহেল মিয়া, রাজীব রায়, শুভ তালুকদার, সাজু তালুকদার, সৌরভ, মির্জা মিয়া, তালুকদার, মাসুম মিয়া, মূহন মিয়া , কলেজ শাখা ছাত্রলীগ এর সজিব নূর, রায়হান মিয়া । এছাড়াও এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন যুবলীগ ও ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আর উপর গ্রুপের শোভাযাত্রাটি বের হয় বিকেল তিনটায়৷ উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রাটি আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষীণ করে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়৷ পরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ যেখানে আওয়ামীলীগ নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রায়হান আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী,আওয়ামীলীগ নেতা এহিয়া চৌধুরী ,সেচ্চাসেবকলীগ নেতা বিশ্বজিৎ রায় বিশ্ব ,যুবলীগ নেতা শাহআলম সরদার,সামসুজ্জামান তালুকদার,রুবেল সর্দার,ইকবাল সর্দার ,আজহারুল ইসলাম,শাহিনুর মিয়া ,হাসান চৌধুরী ,ময়না মিয়া ,ছাত্রলীগ সাহেল চৌধুরী ।

জাগোভাটি /আআ/১১-১১-২০