ছাতকের চরমহল্লা ইউনিয়নে তিন শতাধিক মানুষের মাঝে সবজি-বীজ  বিতরণ

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ৭:০৭ অপরাহ্ণ

ছাতক প্রতিনিধি:;ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে তিন শতাধিক মানুষের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশর উদ্যোগে করোনা সহিষ্ণু গ্রাম গড়ে তোলার লক্ষে ও প্রয়োজনীয় পুষ্টির যোগান নিশ্চিত করতে এ বীজ বিতরণ করা হয়।

সবজি বীজ বিতরণ কাজের উদ্বোধন করেন বিকশিত নারী নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা সভাপতি হাফছা বেগম। বীজ বিতরণ কাজ সমন্বয় করেন দি হাঙ্গার প্রজেক্টের ফাইনান্স অফিসার একে কুদরত পাশা ও ইউনিয়ন সমন্বয়কারী হারান চন্দ্র ধর।

এসময় উপস্থিত ছিলেন, চরমহল্লা ইউনিয়ন সুজনের সহ সভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন, সদস্য আকবর, জাউয়াবাজার কলেজের প্রভাষক সোহেল প্রমূখ। সকাল থেকে চরমহল্লা ইউনিয়ন কমপ্লেক্স ও টেটিয়ারচর পয়েন্টে তিন শতাধিক মানুষের মাঝে মুলা, সীম, ডাটা, শষা, লালশাক ও পুইশাকের বীজ বিতরণ করেন অতিথিরা।

জাগোভাটি/১২-১১-২০/