হেফাজতের নতুন আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হোসাইন কাসেমী

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ৭:২১ অপরাহ্ণ

জাগোভাটি ডেস্ক:; অনেক আলোচনা আর সমালোচনার পর অবশেষে ঘোষণা করা হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব নূর হোসাইন কাসেমী নির্বাচিত হয়েছেন

রোববার দুপুর ২টায় হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে বাবুনগরীকে হেফাজতের আমির নির্বাচিত করা হয়।
দলটির মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।

প্রতিনিধি সম্মেলনের সভাপতি হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক হেফাজতে ইসলামের নতুন নেতার নাম ঘোষণা করেন। একই সঙ্গে সংগঠনের মোট ১৫১ জনের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় আহমদ শফীর ছেলে আনাস মাদানী ও তাঁর অনুসারীদের ছাড়াই শুরু হয় হেফাজতে ইসলামের সম্মেলন।

চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা শিক্ষা ভবনের তৃতীয় তলায় সারা দেশ থেকে সংগঠনটির প্রায় ৪০০ প্রতিনিধি এতে অংশ নেন।

গত ১৭ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী মারা যান। এরপর থেকেই আমির নির্বাচন নিয়ে সংগঠনটির মধ্যে নানা আলোচনা শুরু হয়।

জাগোভাটি /আআ/১৫-১১-২০/