জেনে নিন সিলেটের সব আঞ্চলিক প্রবাদ-প্রবচন

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১, ৩:০০ অপরাহ্ণ

জাগোভাটি ডেস্ক ::০ কাউয়ার বাদাত্ (বাসায়) কুলির ছাও, জাত আনমান্ কাড়ে (উচ্চারণ করে) রাও (কথা)।

[অন্যের প্রশ্রয়ে থাকলেও স্ব-জাতির প্রতি অনুরাগ থাকে]

০ আগুন দেখি ঘি উনায় (গলে যায়), মা দেখি ঝি (মেয়ে) উনায় (বিগলিত হয়)।
[অনুকূল পরিবেশে বিগলিত হওয়া]

০ জ্বালার উপর জ্বালা, ঘরো মরলো পোয়ার বউ, বারা (বাহিরে) মরলো হালা (শ্যালক)।
[বিপদ একাকী আসে না]

০ বরইউলি মই (বরই বিক্রেতা খালা), এক পেটু (বাটখারা) বরই, আর এক পেটু ধান।
[দেখতে সরল-সোজা মনে হলেও আসলে বোকা নয়, নিজের লাভ ক্ষতির ব্যাপারে খুবই সজাগ]

০ এক ভাতো (ভাতে) টিপা মারলে, আস্তা (পুরো) টুপির (হাড়ির) খবর পাওয়া যায়।
[ব্যক্তির একটি আচরণ থেকেই তার স্বভাব-চরিত্র কেমন হবে তা অনুমান করা যায়]

০ একআতে (হাতে) দুই হউল (শৌল মাছ) ধরা যায় না।
[এক সাথে দুই কাজ ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হয় না]

০ এক মাউগোর (স্ত্রীর) হাই (স্বামী) লুতুর বুতুর (নিশ্চিত আরাম-আয়েশ), দুই মাউগোর হাই গাতুয়া উন্দুর (গর্তের ইঁদুর)।
[এক স্ত্রী নিয়ে স্বামী নিশ্চিত নিরাপদ অবস্থানে, কিন্তু দুই স্ত্রী নিয়ে স্বামী উৎকন্ঠিত]

০পেটো (পেটে) নাই ভাত, জাতোর কপালো মারো লাত।
[হত দরিদ্রের জাত নিয়ে ভাবার প্রয়োজন নেই।

০ বেটি (মেয়ে মানুষ) আর মাটি, জঞ্জালোর (অশান্তির) ঘটি (উৎস)।
[সাধারণতঃ মেয়ে-মানুষ ও জমি মিরাশ থেকে অশান্তির সৃষ্টি হয়ে থাকে]।

০ তলইত (শস্যাদি যেখানে শুকানো হয়) ধান ছিটাইলে চড়ার (চড়ুই পাখির) অভাব হয় না।
[অর্থ-বিত্ত থাকলে প্রশংসাকারীর অভাব হয় না]

০ আটে (হাটে) ঘাটে মনাই মাঝি, কাঠলর অখত (সময়ে) মউয়াজি (খালুজান)।
[কাউকে মানুষ বলে গণ্য করতে চায় না, কিন্তু কিছু পাওয়ার সময় তাকে আত্মীয় বলতে লজ্জা লাগে না]

০ জিতা থাকতে (জীবদ্দশায়) পাইলাম না নলরচাটি, মইলে (মরণকালে) মিলবোনি শীতলপাটি।
[জীবদ্দশায় যখন কপালে চাটাই জোটে নাই, মরণকালে শীতল পাটি পাওয়া তো দুরাশা মাত্র]

০ করো বন্ধু যা লয় তোমার মনে, জয়াইদ পাগলা ডাকে প্রভু নিরঞ্জনে।
[সৃষ্টিকর্তার মর্জির ওপর নিজেকে সমর্পণ]

০ হাজম পোয়া (সদ্যজাত পুত্র সন্তান) দিয়া বাপ ডাকানি যায় না।
[কোনো কিছু বিনিয়োগ করেই তাৎক্ষণিক প্রাপ্তি সম্ভব হয় না]

০ এক গরুতে ধান খায়, হারা (সারা) গুইট (গরুর পাল) বান্দ খায়।
[এক জনের অপরাধে অনেককেই হতে হয় অভিযুক্ত]

০ গু খাওরা গরু, গু-তে মুখ দিবউ (দিবেই)।
[অবৈধ সুবিধা গ্রহণে অভ্যস্থ ব্যক্তি অবৈধ ফায়দা লুটবেই]

০ এক কানেদি (কান দিয়ে) হামায় (ঢোকে), আরক (অন্য) কানেদি বারয় (বের হয়)।
[অন্যমনষ্ক ব্যক্তি উপস্থাপিত বক্তব্য সঠিকভাবে উপলব্ধি করতে পারে না]

০ কমিন্দর ইত্ (ভালো) না করিও কদাচিৎ।
[ইতর জনের ভালো করতে নেই]

০ গাউর নাম ধরমপুর, মাঝেদি এক খাল, বাপে-পুতে ভায়রাআলি (ভায়েরা সম্পর্ক), মায়ে-ঝিয়ে (মেয়ে) জাল (জ্যা)।
[অনৈতিক ও অধর্ম কার্যকলাপের আস্তানা]

০ চোরর মনে ক্ষিরা খেত।
[অকুস্থলকে অরক্ষিত মনে করে চোর]

০ ঝি (মেয়ে) নষ্ট ঘাটে, পুত (ছেলে) নষ্ট আটে (হাট-বাজারে)।
[বেপরোয়া ভাবে হাটে-ঘাটে চলাফেরায় ছেলে-মেয়ে নষ্ট হওয়ার আশংকা]

০ থুথার (মুখের) বলে পুঁথি পড়া
[না বুঝে মুখস্থ বলা]

০ দাতায় চিনইন দাতা, উলশে (ছারপোকায়) চিনইন কাঁথা।
[প্রত্যেকেই নিজের সমগোত্রীয়কে চিনে]

০ ধারেও কাটে, ভারেও কাটে।
[সম্মানী লোকের কথায়ও কাজ হয়, আবার নামেও কাজ হয়]

০ মান্দার গাছো ঘসাইও না।
[ইচ্ছা করে শক্তিমান লোকের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া দুর্বলের জন্য ক্ষতিকর]

০ নমাজ ছাড়াইতে রোজায় লগ লইছে।
[এক কর্তব্য সম্পন্ন করতে গিয়ে অন্য কর্তব্য ঘাড়ে এসে পড়া]

০ ভাগ নাই (ক্ষমতা নেই) বেটার পরু (পরশু) বিয়া, হকল (সকল) কুটুম খাইতা গিয়া।
[সামর্থ্য নেই অথচ সকল আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য নিমন্ত্রণ]

০ বাড়ির গরুয়ে বাড়ির ঘাস খায় না।
[আপনজনকে যথার্থ মর্যাদা না দেওয়া]

০ মানু (মানুষ) মরে মুখে, মাছ মরে লেইনজে (লেজে)।
[বেফাস কথা বলে বিপদ ডেকে আনা]

০ যে যারে পড়ায়, হে তারে চড়ায়।
[কুশিক্ষা কাউকে দিলে নিজের ওপরই এসে পড়ে]

০ কেউরর (কারো) খায় লাঙলে মাটি, কেউর্র্ খায় আকলে মাটি।
[নির্বোধের মত কাজ করলে বিপত্তির আশংকা]

০ ঝালে-ঝুলে তরকারী, চুলে-বুলে বৈরাগী।
[প্রত্যেক কিছুতেই যথাযথ অনুষঙ্গের প্রয়োজন রয়েছে]

০ উড়ি (হঠাৎ করে) আইলা (আসলেন) জুড়ি বইলা (জায়গা দখল করে বসলেন) ।
[হঠাৎ করে বিনা নোটিশে আগন্তুকের আগমন]
০ অয় কথা (লোকমুখে যেসব কথা বলা হয়) উড়ে বেশি।
[যা রটে তা অবশ্যই বটে]
০ আল্লায় দিলে খাই, না দিলে নাই।

[আল্লাহর উপর ভরসা রেখে সান্ত¦নার বহিঃপ্রকাশ]
০ উইছ করি (কখনও) কইও না হউরর (শ্বশুরের) নাম বইস্ করি (বে-খেয়ালে) কইও না ভাউরর (ভাশুরের) নাম।

[গুরুজনের নাম যথাসময়ে উচ্চারণ করতে হয়, সব সময় নয়।
০ জাল (মাছ ধরার জাল) বেচি (বিক্রি করে) আল (চাষের গরু) লইলাম, আল বেচি ঘোড়া লইলাম, ঘোড়া বেচি কুড়া (পাখি) লইলাম, কুড়ায়ও কয় গুরুম গুরুম।

[নিজের বর্তমান অবস্থানে সন্তুষ্ট না হয়ে উচ্চতর অবস্থানে যাওয়ার বৃথা সাধনায় বিড়ম্বনারই সৃষ্টি হওয়া]

০ ঠেকিয়া (ঠেকায় পড়ে) বান্দির পাও ধরা।
[বিপদে পতিত হয়ে অতি তুচ্ছজনের সাহায্যের জন্য দ্বারস্থ হওয়া]

০ তিন না তেরো লাইমলা (উপযুক্ত সময়ের শেষ দিকে) হইরো (সরিষা), ইজার মাম্্ন্দের গুরো (গোষ্ঠি)।

[গুরুত্ব নেই অথচ অযোগ্যের আস্ফালন]
০ জুয়ায় পুয়া-পুড়ি (ছেলে মেয়ে) বউ বেচায়।

[জুয়াড়ি নেশায় মত্ত হয়ে নিজের স্ত্রী-পুত্র-কন্যাকে অনেক সময় হারাতে হয়]
০ ছোট জাতর বউ, চখুত (চোখে) নাই লউ (রক্ত)।

[অপমান করার জন্য ছোট জাতের মেয়ের চোখের লজ্জা-শরমও নাই]
০ খাওয়াত বইলে (খেতে বসলে) জানি বউ খাউরি (খানেওয়ালা) না নাখাউরি, পানি আইলে (বন্যা হলে) বুঝি বউ আগরি (মল ত্যাগকারীনি) না নাআগরি।

[উপযুক্ত সময়েই টের পাওয়া যায় কে কোন প্রকৃতির]
০ এওলা (আমলকি) খাইয়া খাইলো পানি, খাইলো গঙ্গার জল টেঙ্গা (টক) খাইয়া খাইলো পানি, খাইলো গাইর (গাভীর) হাওল (মূত্র)।