সংবাদ প্রকাশের পর নড়ে বসলো তাহিরপুরের প্রশাসন

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ৫:২৬ অপরাহ্ণ

তাহিরপুর প্রতিনিধি::সরকারি ভাবে ছুটি দেয়া না হলেও ব্যক্তিগত ভাবে বিদ্যালয় বন্ধ রাখার দায়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

উল্লেখ্য,গত সোমবার মধুপুর্নিমা উপলক্ষে সারা দেশে প্রাথমিক বিদ্যালয় গুলো বন্ধ ছিলো তবে মাধ্যমিক বিদ্যালয়ের কোন সরকারি ছুটি ছিলো না। কিন্তু উল্টো চিত্র দেখা গেছে তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের কাউকান্দি উচ্চ বিদ্যালয়ে।
এমন চিত্র দেখা গেলে গোটা এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে যায়।

এমন সংবাদ দেশের জাতীয়,স্থানীয় সহ বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশ করা হলে উপজেলার মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নজরে পড়ে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন,কাউকান্দি উচ্চ বিদ্যালয়ে শোকজ বার্তা পাঠানো হয়েছে।শোকজ পত্রের উত্তর বিদ্যালয় থেকে আমাদের কাছে আসবে তার পর আমরা তার ব্যবস্থা নিব।