দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান কুদ্দুসের বিরুদ্ধে পরিষদের ১২ সদস্যের অনাস্থা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক::সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কদ্দুসের
বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে পরিষদের ১২ জন সদস্য অনাস্থা
প্রস্তাব দিয়েছেন। ১২জন সদস্যের স্বাক্ষরিত লিখিত অনাস্থা প্রস্তাবটি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়।

১২জন সদস্যরা হলেন
১নং নম্বর ওয়ার্ড ইউপি সদস্য গোলাপ মিয়া, ২নং ওয়ার্ড ইউপি সদস্য,শফিকুর রহমান চৌধুরী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য লাল মিয়া, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য,মো: শিমুল মিয়া, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো: মঞ্জুরুল হক, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য,মো: রাশেদ মিয়া,৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ ফরিদ, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুর
রহমান, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মিলন মিয়া, সংরক্ষিত ইউপি মহিলা সদস্য জাহানারা বেগম,সংরক্ষিত ইউপি মহিলা সদস্য ছালমা বেগম, সংরক্ষিত ইউপি মহিলা সদস্য মোছা: হাফছা বেগম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন জানান, ১২ জন স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবের একটি লিখিত পেয়েছি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে ।লিখিত অনাস্থা প্রস্তাবে চেয়ারম্যান আব্দুল কদ্দুস দ্বায়িত্ব গ্রহনের পর থেকে নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। এলজিএসপি,ভিজিডি কার্ডের সুবিধাভোগীদের জমাকৃত টাকা,দরিদ্র মা’র মাতৃত্বকালীন ভাতায় অনিয়ম,এডিপি খাতের অনিয়ম,জন্ম-মৃত্য নিবন্ধন,ব্যবসা অনুমতি পত্র,হোল্ডিং কর আদায়ের হিসাব,টিআর,কাবিখা,কাবিটা,অনিয়ম,
সহ ১৯ দফা অভিযোগ এনে লিখিত অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে।

এবিষয়ে ৭ ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ জানান,চেয়ারম্যান আব্দুল কদ্দুস শুরু থেকেই পরিষদের সদস্যদের কোন মতামত না নিয়ে একক ক্ষমতায় বিভিন্ন অনিয়মের সাথে জড়িত রয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে ২০১৭ সালে ভিজিএফ’র ৩০ বস্তা চাল আত্মসাতের বিষয়টি তদন্তের মাধ্যমে প্রমানিত হয়েছে। আমরা ২০১৭ সালে এপ্রিলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করি,তখনকার উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বিষয়টি কদ্দুস চেয়ারম্যানের লিখিত অঙ্গিকার নিয়ে সমঝোতার ভিত্তিতে মিমাংসা করে দেন। কিন্ত চেয়ারম্যান সাহেবের দুর্নীতি তাতেও থামেনি,তিনি দুর্নীতিতে বেপরোয়া হয়ে উঠেন, আমারা প্রায় ৫ বছরের মধ্যে কেউ সম্মানী ভাতাও পাইনি, সর্বোপরী আমরা সদস্যগণ নিরুপায় হয়ে পূনরায় অনাস্থা প্রস্তাব দাখিল করি।