শাল্লায় রণজিৎ কুমারের বিশাল নির্বাচনী শোডাউন

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ৬:০৪ অপরাহ্ণ


পাবেল আহমেদ::-আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান শাল্লা আগমন উপলক্ষে বিশাল এক শোডাউন করেছেন শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাবু রণজিৎ কুমার দাস।শোডাউনটি প্রতাপপুর বাজার থেকে শুরু করে ফয়েজুল্লাহ পুর বাজার ও শাসখাই বাজার হয়ে উপজেলা সদর পর্যন্ত যান।তার শোডাউনের সঙ্গী ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃকামরুল চৌধুরী,জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃআবুল কালাম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড মোঃআল-আমিন।বিশাল এই শোডাউনে প্রায় চার শতাধিক মানুষ ছিলেন।গত ২৪/১০/২১ ইং তারিখে প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন রণজিৎ কুমার দাস।এতে সরেজমিনে দেখা যায় নির্বাচনে সাধারণ জনগণ তার প্রতি বিশাল সমর্থন রয়েছে।২নং হবিবপুর ইউনিয়নে এবছর তিনি নৌকার মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাচ্ছেন।তিনি বলেন আমি আমার ইউনিয়নের জনসাধারণের সমর্থন নিয়ে নির্বাচনে নেমেছি দীর্ঘদিন যাবত আমি ২নং হবিবপুর ইউনিয়নের সাধারণ জনগণের জন্য নানাভাবে কাজ করে আসছি সেই করোনাকাল থেকে এখনো আমি জনগণের পাশে আছি তিনি বলেন জনগণের সমর্থনের পাশাপাশি দল যদি আমাকে মনোনীত করে তাহলে আমি জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী।তিনি বলেন আমি আশা করি সিনিয়র নেতাকর্মী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ ও যোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দেবেন আর সেদিকে আমি সবার চেয়ে এগিয়ে আছি।হবিবপুর ইউপি নির্বাচনে বিদ্রোহী ও দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি।রণজিৎ কুমার দাস আরো বলেন বর্তমান সরকার বাংলাদেশে যেভাবে উন্নয়ন যঙ্গ চালিয়ে চাচ্ছেন সে তুলনায় হবিবপুর ইউনিয়নবাসী উন্নয়ন থেকে অনেকটা পিছিয়ে আছে যে ই নির্বাচনে আসে ও নির্বাচনে আসার আগে তারা ইউনিয়নবাসীকে অনেক আশা-ভরসা দেয় কিন্তু জয়ী হওয়ার পর তারা আর কোন কাজ করে না নিজেদের জীবন বিলাস ও স্বার্থ নিয়ে তারা ব্যস্ত থাকে।আমি চেয়ারম্যান হয়ে হবিবপুর ইউনিয়নের উন্নয়ন ও সেবা করতে চাই আমার নিজের জন্য আমি কখনো কোনকিছু করতে চাই না।তিনি হবিবপুর ইউনিয়ন,শাল্লা উপজেলাসহ দেশবাসীর দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।