শাল্লা ইউপি নির্বাচন: ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১০:৩৮ অপরাহ্ণ

শাল্লা প্রতিনিধিঃ ভোটার তালিকায় নাম না থাকায় এবং বয়স কম হওয়ায় ২জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ও মনোনয়ন ফরমে জটিলতা থাকায় একজন ইউপি সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম তাদের মনোনয়নপত্র বাতিল করার বিষয়টি নিশ্চিত করেন। বাতিলকৃত প্রার্থীরা হলেন- আটগাঁও ইউনিয়নের ১নং সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী মালতী সরেন।

২৫ বছর না হওয়ায় উনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই ইউনিয়নের ৩নং সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী রেহানা আক্তারের ভোটার তালিকায় নাম না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে। শাল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নীরেশ চন্দ্র দাসের মনোনয়ন ফরমে জটিলতা থাকায় বাতিল করা হয়েছে। তবে ৪টি ইউনিয়নের অন্যান্য প্রার্থীদের মনোনয়ন বৈধ হয়েছে বলে জানান উপজেলা রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ২৫ জন, ইউপি সদস্য প্রার্থী ১৯৭ জন, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ৭০ জনের মনোনয়ন বৈধ হয়েছে। আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে উপজেলার চারটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।