ছাতকে নানা আয়োজনে সুর সম্রাট কারী আমির উদ্দিনের জন্মদিন পালন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ৯:০৮ অপরাহ্ণ


ছাতক প্রতিনিধিঃ বাংলা লোক সংগীতকে যিনি সমৃদ্ধ করেছেন, লোকজ সংস্কৃতির শিরায় শিরায় যার সৃষ্টি মিশে আছে, যার রচনা ও গায়কিতে জমে উঠত আসর, সেই জীবন্ত কিংবদন্তি বাউল ক্বারী আমির উদ্দিনের ৭৯ তম জন্মোৎসব পালন করা হয়েছে। রোববার নিজ বাড়িতে “কারী আমির উদ্দিন আহমদ সাংস্কৃতিক পরিষদ”র উদ্যোগে কেক কেটে জন্মোৎসব অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি মুজিবুর রহমান মালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট আলাউদ্দিন, প্রভাষক বাবুল দে, তপন দে, কারী আমির উদ্দিন আহমদ সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক হায়দার রুবেল, ব্যবসায়ী হাজি কামাল, যুক্তরাজ্য প্রবাসী আছাব আলী ও আছির উল্লাহ, ঢাকার চারুকলা একাডেমীর শিল্পী তারেক আমিন, বাউল উদাসী মুজিব, জুয়েল আহমদ, আইদ শাহ ছিদ্দিক আলী, মখলিছ মিয়া, সফিক উদ্দিন, বাউল বাবুল লাল, পাপু ধর।

এসময় নিজ কন্ঠে ভক্ত-আশেকানদেরকে গান শুনিয়ে তৃপ্তি দেন বর্তমান সময়ের শ্রেষ্ঠ বাউলদের মধ্যে প্রধান স্থানের অধিকারী কারী আমির উদ্দিন। ক্ষণজন্মা এই মহাপুরুষের জন্ম হয় ১৯৪৩ সালের ১৯ ফেব্রুয়ারি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে। তাঁর লেখাপড়ার হাতেখড়ি গ্রামের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন। পরবর্তীতে ইসলামিক জ্ঞান অর্জনের লক্ষ্যে একাধিক মাদ্রাসায় ভর্তি হন। মন স্থির করতে পারেননি জায়গাতেই। অবশেষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ও সৎপুর কামিল মাদ্রাসায় কিছুদিন অধ্যয়ন করেন।

সেসময় “দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী” হতে ক্বারীয়ানা পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তখন থেকেই নামের শুরুতে “ক্বারী” উপাধি যুক্ত হয়। দেশে থাকাকালীন তিনি ক্বারী আমির উদ্দিন বা ক্বারীসাব নামেই পরিচিতি অর্জন করেন। সংগীতে যাদুকরী কন্ঠে গান পরিবেশন করে স্থান পেয়েছিলেন মানুষের হৃদয়ে। ক্বারী আমির উদ্দিন আহমেদ বাইয়্যাত গ্রহণ করেন সিলসিলায়ে ফুলতলীর অন্যতম কামিল পীর মরহুম শাহ মুহাম্মদ আনাছ আলী’র নিকট। তিনিই ছিলেন ক্বারী আমির উদ্দিনের মুর্শিদ বা গুরু।