দিরাইয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ৯:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সুনামগঞ্জের দিরাই উপজেলা শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

রবিবার রাত ১২ টা ১ মিনিটে দিরাই সরকারি উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের শহিদমিনারে উপজেলা প্রশাসনের পক্ষে শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।

পরে একে একে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, উপজেলা পরিষদ, উপজেলা পুলিশ প্রশাসন, পৌর পরিষদ,দিরাই প্রেসক্লাব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস,দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, দিরাই উপজেলা খেলাঘর, ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদাণ সমবায় সমিতি লিঃ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী ,পৌর মেয়র বিশ্বজিত রায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরূপ রতন সিংহ ,মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকে রিপা সিনহা,দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ স্বাধীন দাস,সাংবাদিক জিয়াউর রহমান লিটন প্রমুখ।