চলমান উন্নয়ন কাজের মান ও দ্রুত বাস্তবায়ন তাগিদ মতবিনিময় সভায় এমপি জয়া সেনগুপ্তা,

প্রকাশিত: ১ জুন ২০২২, ১০:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা পরিষদের সকল সদস্য ও হস্তান্তরিত দপ্তর প্রধানগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী’র সভাপতিত্বে মতবিনিময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই-শাল্লার সাংসদ ড জয়া সেনগুপ্ত।

এ সময় প্রধান অতিথি ড,জয়া সেনগুপ্ত উপস্থিত বিভিন্ন দপ্তর প্রধানগনের নিকট আইনশৃঙ্খলা, সেবামূলক ও উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর নেন। এলজিআরডি প্রকল্পের ১৯০ কোটি টাকার চলমান উন্নয়ন কাজের সার্বিক নির্দেশনা ও কড়া নজরদারীর মাধ্যমে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। ড,জয়া সেনগুপ্ত বলেন, বাংলাদেশকে নিয়ে যারা শ্রীলঙ্কার স্বপ্ন দেখেন,তারা দেশ ও জাতির শত্রু। তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধশীল।তাই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।

আলোচনায় অংশ গ্রহণ করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন,মেয়র বিশ্বজিত রায়,দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম,দিরাই উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এডভোকেট সোহেল আহমেদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারন সম্পাদক প্রদীপ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা,ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস,

পরিতোষ রায়,মোয়াজ্জেম হোসেন জুয়েল,শৈলেন্দ্র কুমার তালুকদার, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন,কৃষি কর্মকর্তা (অদা)মোঃ শওকত ওসমান মজুমদার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক,সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা,খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম প্রমূখ।