দিরাইয়ে ত্রান পেল ভাটিবাংলা স্বেচ্ছাসেবী সংগঠনের ৬৪ পরিবার

প্রকাশিত: ৬ জুলাই ২০২২, ১০:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ঃ উপজেলা পরিষদের সহযোগিতায় ভাটিবাংলাস্বেচ্ছাসেবী সংগঠনের ৬৪ পরিবার পেল ভালবাসার ত্রান সহায়তা ।বুধবার(৬ জুন) পৌর ভবন কক্ষে বানভাসি পরিবারের সদস্যদের হাতে এই ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়।ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল,তেল,ডাল,লবনসুজি,সাবান। এসময় উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এড.রিপা সিনহাসহ পৌর কাউন্সিরগনি । এছাড়াও পৌরসভার ৫শত মানুষের মাঝে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয় ।

উল্লেখ্য ২০২০ সালে করোনা মহামারী কালীন সময়ে হাওরে ধান কাটার চরম শ্রমিক সংকটে ভাটিবাংলা স্বেচ্ছাসেবী সংগঠন সকল সদস্যদের শতস্ফুর্ত অংশ গ্রহণে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান গোলায় তুলতে পুরো মৌসুম বিভিন্ন কৃষকের পাশে ছিল সংগঠনটি। এসময় আলোচনায় উঠে আসে ভাটিবাংলা স্বেচ্ছাসেবী সংগঠন।