শাল্লায় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন হাওরে মোবাইল কোর্ট পরিচালনা

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ৮:৪৬ অপরাহ্ণ

শাল্লাঃ প্রতিনিধি::-জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ৪র্থ দিনের কার্যক্রম হিসেবে আজ ২৬ জুলাই মঙ্গলবার শাল্লা উপজেলার বিভিন্ন হাওরে অবৈধ কারেন্ট জাল ও কিরণমালা ছাইয়ের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসব জাল ও ছাই দিয়ে হাওরের পোনা মাছ মেরে মাছের সংখ্যা কমিয়ে ফেলছেন জেলেরা।পুষ্টি ও আমিষের চাহিদা মেটাতে মাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আবু তালেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো:মাসুদ জামান খানের যৌথ উদ্যােগে মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়।

উপজেলার ছায়ার হাওর,বরাম হাওর ও দাড়াইন নদীতে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।পাঁচ সদস্য বিশিষ্ট পুলিশের নেতৃত্বে ছিলেন এস আই আশরাফুল।মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি কোনা বেড় জাল,৩০টি কারেন্ট জাল এবং ২ হাজার কিরণমালা ছাই আটক করে সবগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান জানিয়েছেন যার সবকিছুর আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।এছাড়াও ৬ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়ে