তাহিরপুরে ‘হানাদার’ মুক্ত দিবস আজ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২, ১১:১৮ পূর্বাহ্ণ


তাহিরপুর প্রতিনিধিঃ আজ ৪ ডিসেম্বর। আজকের এই দিনে ভাটির জনপদ হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পাক-হানাদার মুক্ত হয়েছিলো। ১৯৭১ সালের আজকের এই দিনে পাক-হানাদারবাহিনীকে তাহিরপুর উপজেলা থেকে বিদায় নিতে বাধ্য করেছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ একপর্যায়ে পাক-বাহিনীরা বিদায় নিল। বিদায় নেয়ার পর গোটা উপজেলার সাধারণ মানুষজন সহ বীর মুক্তিযোদ্ধাগণ আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন আজকের এই দিনে।
পাক-হানাদারবাহিনীরা ৪ ডিসেম্বর ভোর রাতে পালিয়ে যায় তাহিরপুর উপজেলা থেকে। জয়বাংলা স্লোগানে মেতে উঠেন উপজেলাবাসী। বাংলার দামাল ছেলেরা তাদের জীবন বাজি রেখে দীর্ঘ নয় মাস যুদ্ধ করেন-দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মাঠির জন্য। মা-বোনদের ইজ্জত কেড়ে নিয়েছিলো পাক-বাহিনী ও তাদের দোষররা।
তাহিরপুর উপজেলার বীর নগর গ্রামের পাক-হানাদারবাহিনীর আতংক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (বাঘা) জানান, তৎকালিন সময়ে তাহিরপুর উপজেলা (৫নম্বর সেক্টরের ৪ নম্বর) সাব সেক্টরের বড়ছড়া, টেকেরঘাটের অধীনে ছিলা। এই দিনে মুক্তিযোদ্ধারা উপজেলার বিভিন্ন এলাকায় রাত জেগে যুদ্ধ করে হানাদার বাহিনীদেরকে পরাজিত করে লাল-সবুজের বিজয় নিশান ওড়ানো হয়েছিলো আজকের এই দিনে।’
‘তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রভাকর চাকমা বলেন, আজকের এই দিনে তাহিরপুর উপজেলা পাক-হানাদারবাহিনী মুক্ত হয়েছিলো।এই দিনটিকে স্বরণীয় রাখার জন্য প্রতি বছরের ন্যায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথা-যোগ্যভাবে র্যানলী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।’