জগন্নাথপুরে জয়িতাদের সংবর্ধনা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২, ২:৫৪ অপরাহ্ণ


জগন্নাথপুর প্রতিনিধিঃ শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে শুক্রবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা দেওয়া হয়। সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা চত্বরে র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিদুল ইসলামের সভাপতিত্বে নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় এতে ৫ জন জয়িতাকে ৫টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।

তারা হলেন জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা গিতা রানী চক্রবর্তী,জয়িতাদের নাম, বেগম,সেলিনা বেগম,প্রশান্তি দাস, সৈয়দা শিউলী আক্তার। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। জগন্নাথপুর থানার তদন্ত অফিসার সুশংকর পাল।যুগ্ম সম্পাদক লুতফুল রহমান, সাংবাদিক শংকর রায়, মুহিবুর রহমান,যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমূখ।