জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বাংলাদেশ পুলিশ : আইজিপি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২০ অপরাহ্ণ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বাংলাদেশ পুলিশ। দেশেরআইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পুলিশের সক্ষমতায় রয়েছে ঈর্ষনীয় সফলতা। হোলিআর্টিজানে সন্ত্রাসী হামলা পর থেকে দেশে যেসব সন্ত্রাসী ও জঙ্গি কর্মতৎপরতা দেখা দিয়েছিল তা পুলিশ সফলতার সাথে মোকাবেলা করেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওইসব সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে পুলিশ সক্ষম হয়েছে। আপনারা জানেন, পার্বত্য জেলা বান্দারবানের গহীন জঙ্গলে অনেকশক্তিশালী সন্ত্রাসীরা আস্তানা গেড়েছিল, তাও বাংলাদেশ পুলিশ সফল ভাবেপ্রতিহত করেছে। আমাদের পুলিশ বাহিনী আজ আন্তর্জাতিক মানের বলে দাবী করেউপরের কথাগুলো শাল্লা থানা ক্যাম্পাসে নবনির্মিত ভবন ‘স্টুডিও

এপার্টমেন্ট’ উদ্বোধন কালে বলেন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।তিনি আরো উল্লেখ করেন, আমি যখনই শাল্লায় আসি, মা ও মাটির গন্ধ পাই। আমি
শাল্লার সন্তান, এখানের কাদামাটি, আলো-বাতাসে বড় হয়েছি, দিনের পর দিন হাওরের মুক্ত বাতাসে চষে বেড়িয়েছি। তাই শাল্লা নিয়ে আমি সর্বদাই গর্ববোধ
করি।এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামি দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ-তৎপরতা প্রতিহত করতে বাংলাদেশ পুলিশ
প্রস্তুত রয়েছে। তাছাড়া আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেহেতু মাননীয় প্রধান মন্ত্রির প্রচেষ্টায় দেশের সর্বক্ষেত্রে প্রভ‚ত উন্নয়ন ঘটেছে, তাই আমরাও এর বাইরে নই। আমাদেরও উন্নয়ন ঘটেছে। পূর্ব ঘোষিত সিডিউল মোতাবেক ২৪ফেব্রæয়ারী (শুক্রবার) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকা থেকে হেলিক্যাপ্টার যোগে শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে শাল্লা থানা পুলিশের আবাসিক ভবন ‘স্টুডিও এপার্টমেন্ট’ উদ্বোধন শেষে আগত বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে শুভেচ্চা বিনিময় করে দুপুর ১২টায় নিজ বাড়ি
শ্রীহাইল গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন।