ছাতকে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ


ছাতক প্রতিনিধিঃ ছাতকে কৃষি অফিসের মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আধুনিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শষ্য) সওকত ওসমান মজুমদার, সিলেট বিভাগীয় কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কাজি মুজিবুর রহমান, সিলেট কৃষি অধিদপ্তরের মনিটরিং অফিসার (ডাল ও তেল বীজ প্রক্প) জালাল উদ্দীন সরকার।

এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা সোয়েব মাহমুদ, এনামুর রহমান পারভেজ, আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণকালে অতিথিগন বলেন, বর্তমান সরকার কৃষকদের কল্যাণ ও কৃষির উন্নয়নে খুবই আন্তরিক। এজন্যে কৃষি ক্ষেত্রে আজ বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। বাংলাদেশের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অতি গুরত্বপুর্ণ। মাটির স্বাস্থ্য সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন ও পুষ্টিহীনতায় ভোগা বিশাল জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আমিষের অন্যতম প্রধান উৎস কৃষি। এ প্রশিক্ষণের মাধ্যমে ফসলের কৃষিতাত্তিক ব্যবস্থাপনা, ক্ষতিকর পোকামাকড় ও রোগ-বালাই সনাক্তকরন এবং বালাই ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকরা জানতে পারবে। প্রশিক্ষণ অনুষ্ঠানে ৬০জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।