ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ৭:৩৪ অপরাহ্ণ


ছাতক প্রতিনিধিঃ ছাতকে প্রযুক্তির মাধ্যমে কৃষি নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মান এবং অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সিলেট অঞ্চলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম।
এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, উপসহকারী এনামুল ইসলাম পারভেজ, সোহেব মাহমুদ, জহিরুল ইসলাম, হাজেরা বেগম, পিংকু সরকার, মোজাম্মেল হক ভুঁইয়া, নোমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণে কৃষকদের উদ্দেশ্যে সুনামগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এজন্যে কৃষকের উন্নয়নে কৃষিক্ষেত্রে ব্যাপক সহায়তা দেয়া হচ্ছে। টেকসই কৃষি উন্নয়নের জন্য কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। যা কৃষিকে যান্ত্রিকীকরণ ও কৃষির বহুমুখী করণের মাধ্যমেই উন্নয়ন সম্ভব।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের হাতে তুলে দিচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। কৃষকদের প্রণোদনার মাধ্যমে ব্যাপকহারে দেয়া হচ্ছে বীজ ও সার।