সুনামগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে ১৫ প্লাটুন বিজিবি

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৪, ৬:২২ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ২৮ বিজিবি’র টহল জোরদার করেছে। ৭ জানুয়ারির নির্বাচনে ভোটাররা নিভয়ে কেন্দ্রে যেতে পারে সেজন্য ১২ উপজেলায় প্রায় ১৫ প্লাটুন বিজিবি সদস্যকে মোতায়েন করা হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা যায়,  জেলায় দুর্গম এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সে অনুযায়ী সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি সদস্যদের পাশাপাশি গোয়েন্দা ইউনিটের সদস্যরা সাদা পোশাকে তথ্য সংগ্রহ করছেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেকোনো নাশকতা প্রতিরোধে বিজিবি প্রস্তুত রয়েছে।